পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত দুই কোম্পানির ইপিএস বেড়েছে। কোম্পানি গুলো হলো-
মেট্রো স্পিনিং ও ম্যাকসন স্পিনিং।
মেট্রো স্পিনিং:
মেট্রো স্পিনিংয়ের চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর, ২০২১) এবং দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির আগের হিসাব বছরের তুলনায় অর্ধবার্ষিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩২৫ শতাংশ বেড়েছে।
রোববার (৩০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ০.২০ টাকা। সে হিসেবে আয় ০.৬৫ টাকা বা ৩২৫ শতাংশ বেড়েছে।
এদিকে, কোম্পানির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৫ টাকা। আগের হিসাব বছর একই সময়ে ইপিএস ছিল .১৫ টাকা। সে হিসেবে আয় বেড়েছে ০.৩০ টাকা বা ২০০ শতাংশ। ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০.২৪ টাকায়।
ম্যাকসন স্পিনিং:
ম্যাকসন স্পিনিংয়ের চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর, ২০২১) এবং দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির আগের হিসাব বছরের তুলনায় অর্ধবার্ষিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২৪৫ শতাংশ বেড়েছে।
কোম্পানির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭৬ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ০.৫১ টাকা। সে হিসেবে আয় ১.২৫ টাকা বা ২৪৫ শতাংশ বেড়েছে।
এদিকে কোম্পানির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০১ টাকা। আগের হিসাব বছর একই সময়ে ইপিএস ছিল ০.৪০ টাকা। সে হিসেবে আয় বেড়েছে ০.৬১ টাকা বা ১৫৩ শতাংশ। ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৮৬ টাকায়।