শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) এর ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৯ জানুয়ারি) গতবারের ন্যায় অনলাইনে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এজিএমে সভাপতিত্ব করেন পিজিসিবি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। শেয়ারহোল্ডারগণ এবং কোম্পানির বোর্ড পরিচালকবৃন্দ অনলাইনে উপস্থিত ছিলেন।
কোম্পানি সচিব (অতিঃ দায়িত্ব) মোঃ জাহাঙ্গীর আজাদের সঞ্চালনায় মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে কোম্পানির ২০২০-২০২১ অর্থবছরের কার্যক্রম তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদিত হয়।
কোম্পানিটি সর্বশেষ অর্থবছরে কর পরবর্তী ৩৩৭ কোটি ৮৭ লাখ টাকা মুনাফা করেছে।
কোম্পানির চেয়ারম্যান ড. আহমদ কায়কাউস শেয়ারহোল্ডারগণের আস্থা ও ভালোবাসায় আগামী দিনে কোম্পানি আরও এগিয়ে যাবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।