বিদায়ী সপ্তাহে (২৩-২৭ জানুয়ারি) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মার্কেট মুভারের তালিকায় এসেছে- বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, পাওয়ার গ্রিড, এশিয়া ইন্সুরেন্স, আরএকে সিরামিকস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ফরচুন সুজ, এপেক্স ফুটওয়্যার, ফু-ওয়াং ফুড এবং ওরিয়ন ফার্মা।
বিদায়ী সপ্তাহে মার্কেট মুভারের তালিকায় নতুন করে উঠে এসেছে এশিয়া ইন্সুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, এপেক্স ফুটওয়্যার এবং ফু-ওয়াং ফুড। ডিএসই সুত্রে এ তথ্য জানা গেছে।
গেল সপ্তাহের লেনদেন তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে এশিয়া ইন্সুরেন্স। কোম্পানিটির ১ কোটি ২৫ লাখ ৯১ হাজার ১৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩০ কোটি ৫৬ লাখ ৮৫ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৯৯ টাকা ২০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৯৯ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১০ পয়সা বা ০.১০ শতাংশ।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। লেনদেন তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৮ লাখ ৫৭ হাজার ১১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৩ কোটি ৩৪ লাখ ২৯ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৬৪৫ টাকা ৯০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৬৫৬ টাকা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১০ টাকা ১০ পয়সা বা ১.৫৬ শতাংশ।
এপেক্স ফুটওয়্যার সাপ্তাহিক লেনদেন তালিকার অষ্টম অবস্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩১ লাখ ১ হাজার ৪২০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১১ কোটি ৭৮ লাখ ১১ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৩২৫ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৩৩১ টাকা ৮০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৬ টাকা ৩০ পয়সা বা ১.৯৪ শতাংশ।
লেনদেনের তালিকার নবম স্থানে রয়েছে ফু-ওয়াং ফুড। সপ্তাহজুড়ে কোম্পনিটির ৪ কোটি ৭৬ লাখ ৮ হাজার ৫২২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১০ কোটি ১৩ লাখ ২৯ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১০২ টাকা ৮০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১০৬ টাকা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৩.১১ শতাংশ।