শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানির মুনাফায় উল্লম্ফন ছিল চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে। দ্বিতীয় প্রান্তিকেও কোম্পানি ৩টি মুনাফায় চমক দেখিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মার মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি। তবে শাইনপুকুর সিরামিকের মুনাফা আগের বছরের সমান রয়েছে।
বেক্সিমকো লিমিটেড : তিন কোম্পানির মধ্যে বেক্সিমকো লিমিটেড দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৪ টাকা ৫৬ পয়সা। গত বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৭৮ পয়সা। অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলোনায় বেড়েছে ২ টাকা ৭৮ পয়সা বা ১.৫৬ গুণ।
এদিকে, দুই প্রান্তিকে অর্থাৎ প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ৮ টাকা ৬৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৯২ পয়সা। অর্থাৎ দুই প্রান্তিকে বা ছয় মাসে কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলোনায় বেড়েছে ৬ টাকা ৭৫ পয়সা বা সাড়ে তিন গুণ।
বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের ইপিএস হয়েছে ৩ টাকা ৮৪ পয়সা। গত বছর একই সময়ে যা ছিল ২ টাকা ৫৪ পয়সা। অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলোনায় বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ০.৫১ গুণ।
এদিকে, দুই প্রান্তিকে বা প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ৭ টাকা ১২ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ৪ টাকা ৯৫ পয়সা। অর্থাৎ দুই প্রান্তিকে বা ছয় মাসে কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলোনায় বেড়েছে ২ টাকা ১৭ পয়সা বা ০.৪৩ গুণ।
শাইনপুকুর সিরামিক লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ০৮ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ০৫ পয়সা। অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলোনায় বেড়েছে ০৩ পয়সা বা ০.৩৭ শুণ।
এদিকে, দুই প্রান্তিকে বা প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) আয় হয়েছে ১০ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১০ পয়সা ছিল। অর্থাৎ দুই প্রান্তিকে বা প্রথম ছয় মাসে কোম্পানিটির মুনাফা আগের বছরের সমান রয়েছে।