অস্বাভাবিকভাবে শেয়ারের দাম বেড়েই চলছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার্মা এইডসের। শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার পেছনে কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। রোববার (২৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২০ জানুয়ারি শেয়ারের দাম ধারাবাহিকভাবে বাড়ার কারণে কোম্পানিকে চিঠি দেয় ডিএসই। ওই চিঠির জবাবে কোম্পানি জানিয়েছে, শেয়ারের দাম এভাবে বাড়ার পেছনে কোনো কারণ তাদের জানা নেই।
প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি কোম্পানির শেয়ারের দাম ছিল ৫৬৩.৮০ টাকায়। আর ২০ জানুয়ারি কোম্পানির শেয়ারের দাম বেড়ে ৭৯১ টাকায় দাঁড়ায়। ফলে এই ১০ কার্যদিবসে কোম্পানির শেয়ার দর ২২৭.২০ টাকা বা ৪০ শতাংশ বেড়েছে।