প্রেফারেন্স বা অগ্রাধিকারমূলক শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে নতুন করে ৮৭ কোটি টাকা সংগ্রহ করবে বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল।
গত বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির এ-সংক্রান্ত আবেদন অনুমোদন করেছে। ওই দিনই বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিএসইসি জানিয়েছে, এনভয় টেক্সটাইল পুঁজিবাজার থেকে নতুন করে যে অর্থ সংগ্রহ করবে, তা দিয়ে সুতা তৈরির নতুন এক প্রকল্প বাস্তবায়ন করা হবে। পাশাপাশি কিছু ব্যাংকঋণ শোধ করবে তারা। এই প্রেফারেন্স শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
কোম্পানিটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই শেয়ার বিক্রি করবে। এ শেয়ারের মেয়াদ হবে পাঁচ বছর। মেয়াদ শেষে এসব শেয়ার পুরোপুরি অবসায়িত হবে। যাঁরা প্লেসমেন্টে শেয়ার কিনবেন, তাঁরা ৭ থেকে সাড়ে ৭ শতাংশ হারে সুদ পাবেন।
এনভয় টেক্সটাইল ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। তখন কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ৩ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৯০ কোটি টাকা মূলধন সংগ্রহ করেছিল।