বিদায়ী সপ্তাহে (১৬ থেকে ২০ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে তাল্লু স্পিনিং মিলসের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে।
বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে তাল্লু স্পিনিংয়ের ক্লোজিং দর ছিল ১২.৭০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০.৭০ টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২.০০ টাকা বা ১৫.৭৫ শতাংশ কমেছে।
ডিএসইতে দাম কমার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইস্টার্ন লব্রিকেন্টের ১২.২২ শতাংশ, তৌফিকা ফুডসের ১১.৫৮ শতাংশ, তিতাস গ্যাসের ১০.৪৮ শতাংশ, বেক্সিমকো গ্রিন সুকুকের ১০.৪০ শতাংশ, ইস্টার্ন কেবলসের ৯.৮২ শতাংশ, বসুন্ধরা পেপারের ৯.৩১ শতাংশ, পাওয়ার গ্রিডের ৬.৫০ শতাংশ, ন্যাশনাল টিউবের ৫.৮৮ শতাংশ এবং ইফাদ অটোসের ৫.৪৬ শতাংশ শেয়ারের দাম কমেছে।