1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন

নতুন চার মার্কেট মুভার সাপ্তাহিক লেনদেন তালিকায়

  • আপডেট সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
Market-Movers

বিদায়ী সপ্তাহে (১৬-২০ জানুয়ারি) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মার্কেট মুভারের তালিকায় এসেছে- বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ফরচুন সুজ, সাইফ পাওয়ারটেক, জিপিএই ইস্পাত, পাওয়ার গ্রিড, প্যারামাউন্ট টেক্সটাইল, আরএকে সিরামিকস, ফারইস্ট লাইফ ইন্সুরেন্স এবং ওরিয়ন ফার্মা।

মার্কেট মুভারের তালিকায় নতুন করে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক, প্যারামাউন্ট টেক্সটাইল, আরএকে সিরামিকস ও ওরিয়ন ফার্মা। ডিএসই সুত্রে এই তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহের লেনদেন তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৪৮৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩১৬ কোটি ৫৪ লাখ ৬২ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৪১ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৪৫ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৪২ শতাংশ।

প্যারামাউন্ট টেক্সটাইল লেনদেন তালিকার সপ্তম স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৮৮ লাখ ৪১ হাজার ৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯৮ কোটি ৭৩ লাখ ৮২ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১০২ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১০৩ টাকা ৯০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ১.৩৭ শতাংশ।

আরএকে সিরামিকস সাপ্তাহিক লেনদেন তালিকার অষ্টম অবস্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯৮ কোটি ৩৭ লাখ ৬৯ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৫৫ টাকা ৭০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৫৩ টাকা ৪০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ২ টাকা ৩০ পয়সা বা ৪.১৩ শতাংশ।

ওরিয়ন ফার্মার সাপ্তাহিক লেনদেনের তালিকায় দশম স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৫৯ লাখ ৫৩ হাজার ৫৮৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৮ কোটি ২৭ লাখ ৪৬ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৯৭ টাকা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১০২ টাকা ৮০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৫ টাকা ৮০ পয়সা বা ৫.৯৮ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ