চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) লোকসান আরো বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আজিজ পাইপস লিমিটেডের। আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১৮ গুণের বেশি। ডিএসই থেকে এ তথ্য জানা যায় ।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে লোকসান ছিল ১১ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির লোকসান বেড়েছে ১ টাকা ৮৮ পয়সা।
অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) আজিজ পাইপসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে লোকসান ছিল ৪ পয়সা। সেই হিসাবে কোম্পানিটির লোকসান বেড়েছে ৬২ পয়সা বা সাড়ে ১৬ গুণ। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৭ টাকা ৬ পয়সায়।
এর আগে গত অক্টোবরে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে কোম্পানিটি। প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আজিজ পাইপসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে লোকসান ছিল ৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়ায় ১৬ টাকা ৪১ পয়সায়।
৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি আজিজ পাইপস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮২ পয়সা। আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২৬ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৫ টাকা ৯ পয়সায়। আগের হিসাব বছর শেষে যেখানে দায় ছিল ১৪ টাকা ২২ পয়সা।
এর আগে ২০২০ হিসাব বছরের জন্য উদ্যোক্তা বাদে বাকি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২৬ পয়সা। আগের হিসাব বছরে যেখানে আয় ছিল ৯১ পয়সা। ৩০ জুন ২০২০ শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়ায় ১৪ টাকা ২২ পয়সায়।