লোকসানের কারণে সর্বশেষ তিন হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেয়ার সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ। এর আগের কয়েক হিসাব বছরেও কোম্পানিটির বিনিয়োগকারীরা কোনো লভ্যাংশ পাননি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের জন্য হাইকোর্টের অনুমতি পেয়েছেন বস্ত্র খাতের প্রতিষ্ঠানটি। ২০১৮-১৯ হিসাব বছরসহ পরবর্তী এজিএম অনুষ্ঠানের জন্য এ অনুমতি পায় কোম্পানিটি। এর পরেই কোম্পানিটির পর্ষদ সভা আহ্বান করা হয়। গত বুধবার অনুষ্ঠিত পর্ষদ সভায় সর্বশেষ তিন হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন দেয়া হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ২১ পয়সা। আগের হিসাব বছরে যেখানে লোকসান ছিল ৩ টাকা ৩৭ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৭৫ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৫ টাকা ৮৮ পয়সা।
অন্যদিকে ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে তাল্লু স্পিনিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৭২ পয়সা। আগের হিসাব বছরে যেখানে লোকসান ছিল ১ টাকা ১৩ পয়সা। ৩০ জুন ২০১৯ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯ টাকা ২৫ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১১ টাকা ৯৭ পয়সা।
এদিকে সর্বশেষ তিন হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৮ ফেব্রুয়ারি ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করা হয়েছে। ওইদিন সকাল ১০টা, বেলা সাড়ে ১১টা ও ১টায় ধারাবাহিকভাবে ওই তিন হিসাব বছরের এজিএম অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১৩ ফেব্রুয়ারি।