1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২০ অপরাহ্ন

এনভয় টেক্সটাইলসের প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন

  • আপডেট সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
ENVOY TEX

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেডের প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সংস্থার চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে ৮০৮তম কমিশন সভায় গতকাল এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এনভয় টেক্সটাইলসের ৮৭ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার অনুমোদন দেয়ার বিষয়টি জানানো হয়। পাঁচ বছর মেয়াদি এ শেয়ারের বৈশিষ্ট্য হলো, এটি পুরোপুরি অবসায়নযোগ্য, রূপান্তর অযোগ্য কিউমিউলেটিভ প্রেফারেন্স শেয়ার। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ শেয়ার ইস্যু করা হবে। প্রতিটির অভিহিত মূল্য হবে ১০ টাকা। কুপন হার ৭ শতাংশ থেকে ৭ দশমিক ৫ শতাংশ। এ শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ময়মনসিংহের ভালুকায় বিদ্যমান কারখানায় ব্লেন্ডেড ইয়ার্ন উৎপাদনের সক্ষমতা বাড়াবে। পাশাপাশি সংগৃহীত অর্থের কিছু অংশ উচ্চসুদের ঋণ পরিশোধে ব্যয় করা হবে। নির্ধারিত হারে অর্ধবার্ষিক ভিত্তিতে প্রেফারেন্স শেয়ারে বিনিয়োগের বিপরীতে লভ্যাংশ দেয়া হবে।

এর আগে গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা থেকে প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়। বিদ্যমান কারখানার উৎপাদন সক্ষমতা বাড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান কোম্পানিটির কর্মকর্তারা। সে সময় এনভয় টেক্সটাইলসের কোম্পানি সচিব এম সাইফুল ইসলাম চৌধুরী বণিক বার্তাকে জানান, উৎপাদিত ব্লেন্ডেড ইয়ার্ন এনভয়ের নিজস্ব কারখানায় ফ্যাব্রিকস তৈরির কাজে লাগানো হবে। এ বছরের জুনের মধ্যে এ প্রকল্পের কাজ সম্পন্ন করার সময়সীমা নির্ধারিত রয়েছে বলেও জানান তিনি।

এদিকে গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানির আরেক পর্ষদ সভায় ২০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ