ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ব্লক মার্কেটে ৩৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫২ কোটি ১২ লাখ ২ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ব্লক মার্কেটে ছয় কোম্পানির বড় লেনদেন হয়েছে। এই ছয় কোম্পানির লেনদেনের পরিমাণ ৪১ কোটির বেশি।
কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে সোনালী পেপার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৮১ লাখ ২৫ হাজার টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ফরচুন সুজের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৯২ লাখ টাকার।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিজিআইসির। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৫০ লাখ ৫৩ হাজার টাকা।
চতুর্থ, পঞ্চম ও ষষ্ট অবস্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ওপ্যারামাউন্ট টেক্সটাইল। কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে যথাক্রমে ৪ কোটি ৮৩ লাখ ৪৩ হাজার টাকার, ৪ কোটি ৮১ লাখ টাকার ও ৩ কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকার।
এছাড়া, ইস্টার্ন হাউজিংয়ের ২ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২ কোটি ২৩ লাখ ৮৫ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৯০ লাখ ৯ হাজার টাকার, আরডি ফুডের ৮১ লাখ ৯৮ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৮১ লাখ ১৯ হাজার টাকার, মুন্নু এগ্ৰোর ৪৩ লাখ ৯১ হাজার টাকার আইসিবির ৪১ লাখ ৯৯ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ৩৭ লাখ ৪ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ৩৪ লাখ ৫ হাজার টাকার, পেনিনসুলার ৩৩ লাখ ৭৫ হাজার টাকার, স্টান্ডার্ড ইন্স্যুরেন্সের ২৭ লাখ ৭২ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ২৫ লাখ ৭২ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ২৩ লাখ ২৫ হাজার টাকার, সালভো কেমিক্যালের ২২ লাখ ৯ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ২১ লাখ ৯০ হাজার টাকার, আমান ফিডের ২১ লাখ ৩১ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ১২ লাখ ৮০ হাজার টাকার, এপেক্স ফুডসের ১২ লাখ ৭৪ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ১১ লাখ ৬০ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ১০ লাখ ৬৬ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ১০ লাখ ১১ হাজার টাকার, সোস্যাল ইসলামী ব্যাংকের ১০ লাখ ১ হাজার টাকার ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ৯ লাখ ৯০ হাজার টাকার, বিডি থাইয়ের ৮ লাখ ১৬ হাজার টাকার, গোল্ডেনসনের ৬ লাখ ৭৭ হাজার টাকার, শাহজালাল ইসলামী ব্যাংকের ৬ লাখ ৪৬ হাজার টাকার এবং রূপালি ইন্স্যুরেন্সের ৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।