1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন

চাঙা পুঁজিবাজারেও কদর কমছে বেক্সিমকো গ্রুপের

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
beximco

২০২০ সালের মাঝামাঝি থেকে ২০২১ সালের অক্টোবর পর্যন্ত পুঁজিবাজারে সূচকের ব্যাপক উত্থানের মধ্যে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পাওয়া বেক্সিমকো লিমিটেডের দর এখন ক্রমাগত কমছে।

দর কমছে একই গ্রুপের আরও তিন কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আইএফআইসি ব্যাংক ও শাইনপুকুর সিরামিকসের শেয়ারেরও। সুকুক বন্ড তালিকাভুক্তির পরদিনই নেমে গেছে অভিহিত মূল্যের নিচে।

এর মধ্যে বেক্সিমকো লিমিটেড তার সর্বোচ্চ দরের তুলনায় ২২ শতাংশের বেশি, বেক্সিমকো ফার্মা প্রায় ২৫ শতাংশ, আইএফআইসি ব্যাংক প্রায় ২০ শতাংশ এবং শাইনপুকুর ৩৫ শতাংশের বেশি দর হারিয়েছে। তালিকাভুক্ত হয়েই সুকুক বন্ড দর হারিয়েছে ১৮ শতাংশের বেশি।

২০২০ সালের ১৯ জুলাই বেক্সিমকোর একেকটি শেয়ার লেনদেন হয়েছে ১৩ টাকায়। গত ১৪ নভেম্বর তা সর্বোচ্চ ১৮৭ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। কিন্তু সেদিনই দর হারানো শুরু।

নতুন বছরে নতুন আমেজে পুঁজিবাজার। প্রতিদিনই অল্প অল্প করে বাড়ছে সূচক আর লেনদেন। নতুন বছরের প্রথম লেনদেন ৩ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সূচক বেড়েছে ২০২ পয়েন্ট। এ সময়ে স্বল্প মূলধনি কোম্পানির উত্থানের পাশাপাশি বিমা, প্রকৌশল, বস্ত্র খাতকে এগিয়ে আসতে দেখা গেছে। এমন সময়েও বেক্সিমকো গ্রুপের পিছিয়ে পড়া পুঁজিবাজারে নতুন আলোচনা তৈরি করেছে।

কোম্পানির শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়লে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ সাধারণত কারণ দর্শানোর নোটিশ দেয়। তবে কমার ক্ষেত্রে এমন নোটিশ দেয়ার ঘটনা সাধারণত ঘটে না। আর বেক্সিমকো গ্রুপের শেয়ারদর যখন তরতর করে বাড়ছিল, সে সময় কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়নি। অবশ্য এটাও ঠিক কোম্পানির মূল্য সংবেদনশীল সব তথ্য ছিল প্রকাশিত।
বেক্সিমকো লিমিটেড করোনার সময় যুক্তরাষ্ট্রে চিকিৎসা মাস্ক, পিপিইর মতো সরঞ্জাম সরবরাহের কাজ পেয়েছে। এ জন্য তারা পিপিই পার্ক স্থাপন করেছে। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র এই পার্ক থেকে বছরে পাঁচ হাজার কোটি টাকার পণ্য নেবে।

আবার কোম্পানিটি দুটি সৌর বিদ্যুৎকেন্দ্র করছে। আগামী বছরের শেষ দিকে কেন্দ্র দুটি উৎপাদনে আসবে। এই কেন্দ্রে অর্থায়নের জন্য তিন হাজার কোটি টাকার সুকুক বন্ড ছাড়া হয়েছে। এরই মধ্যে সব টাকা তোলা হয়েছে।

বেক্সিমকো ফার্মার দর বৃদ্ধিতে দুটি মূল্য সংবেদনশীল তথ্য ছিল। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে করোনার ৩ কোটি ৪০ লাখ টিকা আনতে সরকার যে চুক্তি করে, তাতে বেক্সিমকো ফার্মাকে করা হয় লোকাল এজেন্ট। প্রতি টিকার জন্য তারা এক ডলার করে পাবে সরকারের কাছ থেকে। পাশাপাশি বহুজাতিক কোম্পানি সানোফি এভেনটিসের ৩৫ শতাংশ শেয়ার কোম্পানিটি কিনে নিয়েছে।

পুঁজিবাজার বিশ্লেষক ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক প্রধান গবেষণা কর্মকর্তা দেবব্রুত কুমার সরকার নিউজবাংলাকে বলেন, বেক্সিমকো গ্রুপ পুঁজিবাজারে নানা কারণে আলোচিত। গত দেড় বছরে শেয়ারদর অনেক বেড়েছে। এখন মূল্য সমন্বয় হওয়া উচিত।

আইএফআইসি ব্যাংকের শেয়ারদর বৃদ্ধিতেও কাজ করে একটি সংবাদ। শ্রীলঙ্কান একটি ব্যাংকে এই ব্যাংকটির শেয়ার রয়েছে। সেই শেয়ার তারা বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই শেয়ার বিক্রি হলে বিপুল পরিমাণ মুনাফার আশা করা হচ্ছে।

তবে শাইনপুকুর সিরামিকসের ক্ষেত্রে বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে- এমন প্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছিল না।

২০২০ সালের মে থেকে পুঁজিবাজারে যে উত্থান শুরু হয়, তাতে বেক্সিমকো গ্রুপের শেয়ারগুলোতে ব্যাপক চাঙাভাব দেখা দেয়। দাম আরও বাড়বে- এমন খবরে বিনিয়োগকারীরাও বাড়তি দাম দিয়েই শেয়ার কিনছিলেন। গত কয়েক মাস ক্রমাগতভাবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগও বাড়ছিল কয়েকটি কোম্পানিতে।

তবে বেক্সিমকো লিমিটেড নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে, বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকস অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে এবং আইএফআইসি ব্যাংক অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে দর হারাতে শুরু করে।

এ বিষয়ে জানতে চাইলে পুঁজিবাজার বিশ্লেষক ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক প্রধান গবেষণা কর্মকর্তা দেবব্রুত কুমার সরকার নিউজবাংলাকে বলেন, ‘বেক্সিমকো গ্রুপ পুঁজিবাজারে নানা কারণে আলোচিত। গত দেড় বছরে শেয়ারদর অনেক বেড়েছে। এখন মূল্য সমন্বয় হওয়া উচিত।’

তিনি বলেন, ‘বেক্সিমকো লিমিটেডের নতুন প্রোডাক্ট সুকুক নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ কম। কারণ, এখানে আস্থার জায়গাটি এখনও তৈরি হয়নি। কিন্তু সুকুকে যেসব শর্ত দেয়া হয়েছে সবগুলোই আকর্ষণীয়। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে অন্তত এক বছর অপেক্ষা করতে হবে বলে মনে হয়। যখন সুযোগ-সুবিধাগুলো দৃশ্যমান হবে তখন বিনিয়োগকারীরাও এটিতে আকৃষ্ট হবেন।’

বেক্সিমকো লিমিটেড

২০২০ সালের ১৯ জুলাই বেক্সিমকোর একেকটি শেয়ার লেনদেন হয়েছে ১৩ টাকায়। গত ১৪ নভেম্বর তা সর্বোচ্চ ১৮৭ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। কিন্তু সেদিনই দর হারানো শুরু।

এরপর থেকে মোট ৪৩ কর্মদিবস লেনদেন হয়েছে পুঁজিবাজারে। এর মধ্যে ২৬ দিন দর কমেছে, ১৭ দিন বেড়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই বেড়েছে খুবই কম পরিমাণে। কিন্তু দর হারিয়েছে শতকরা হিসাবে।

কোম্পানিটির শেয়ারদর বর্তমানে দাঁড়িয়েছে ১৪৪ টাকা ১০ পয়সা, যা গত ১৯ অক্টোবরের পর সর্বনিম্ন।

গত ১১ নভেম্বর থেকে কোম্পানিটির একেকটি শেয়ার দর হারিয়েছে ৪০ টাকা ৯০ পয়সা বা ২২ দশমিক ১০ শতাংশ।

এই সময়ে কোম্পানিটির বেশ কয়েকটি ইতিবাচক খবর অবশ্য এসেছে। দুটি সৌর বিদ্যুৎুকেন্দ্র করতে সুকুক বন্ড ছেড়ে ৩ হাজার কোটি টাকা তারা পেয়েছে। সেই বন্ডের লেনদেনও পুঁজিবাজারে শুরু হয়েছে।

এর মধ্যে কোম্পানিটির ৩ কোটি শেয়ার মালিকপক্ষ পুঁজিবাজার থেকে কিনে নিয়েছে।

বেক্সিমকো ফার্মা

ভারত থেকে করোনার টিকা আনতে মধ্যস্থতা, বহুজাতিক কোম্পানি সানোফি এভেনটিসের শেয়ার কেনার খবরে শেয়ারদর বাড়তে শুরু করে ২০২০ সালের জুন থেকে। সে সময় শেয়ারটি বিক্রি হয়েছে ৬৬ টাকা করে।

গত ৫ অক্টোবর শেয়ারদর বেড়ে হয় ২৫৫ টাকা ৪০ পয়সা। সেদিন থেকেই দরপতন শুরু। বর্তমান দর ১৯২ টাকা ৭০ পয়সা। এই কয় দিনে শেয়ারদর কমেছে ৬২ টাকা ৭০ পয়সা বা ২৪ দশমিক ৫৪ শতাংশ।

আইএফআইসি ব্যাংক

ব্যাংকটির শেয়ারদর বাড়তে শুরু করে গত বছরের ৩ মে থেকে। সেদিন শেয়ারপ্রতি দর ছিল ৯ টাকা ৮০ পয়সা।

যেখান থেকে ছয় মাসের যাত্রায় শেয়ারদর ১১৭ শতাংশ বেড়ে গত ১৮ নভেম্বর দাঁড়ায় ২১ টাকা ৭০ পয়সা। এরপর থেকেই কমছে দাম। ১৭ টাকা ৫০ পয়সায়।

সর্বোচ্চ দর থেকে কোম্পানিটির একেকটি শেয়ার হারিয়েছে ৪ টাকা ২০ পয়সা। শতকরা হিসেবে দাম কমেছে ১৯ দশমিক ৩৫ শতাংশ।

শাইনপুকুর সিরামিকস

২০২০ সালের ৩ আগস্ট কোম্পানিটির একেকটি শেয়ার বিক্রি হয়েছে ৮ টাকায়। কোম্পানির দৃশ্যত কোনো উন্নতি তা থাকলেও শেয়ারদর ক্রমে বাড়তে বাড়তে গত ৭ অক্টোবর দাম দাঁড়ায় ৪৫ টাকা ৪০ পয়সা।

গত ৭ অক্টোবর থেকে দর হারাচ্ছে কোম্পানিটি। বর্তমান দাম ২৯ টাকা ২০ পয়সা। সর্বোচ্চ দর থেকে দাম কমেছে ১৬ টাকা ২০ পয়সা বা ৩৫ দশমিক ৬৮ শতাংশ।

সুকুক বন্ড দ্বিতীয় দিনেই অভিহিত মূল্যের নিচে

এই বন্ডটি নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বেশ উচ্ছ্বসিত। ইক্যুইটিনির্ভর পুঁজিবাজারে এই বন্ডগুলো লেনদেন ব্যাপকভাবে বাড়াবে বলে আশা করা হচ্ছিল।

এর মধ্যে বেক্সিমকো লিমিটেডের আনা সুকুক বন্ড শুরুতেই হোঁচট খেয়েছে। ১০০ টাকা অভিহিত মূল্যের বন্ডের প্রতিটি ইউনিট বছর শেষে কমপক্ষে ৯ টাকা লভ্যাংশ দেবে- এটা নিশ্চিত। তবে বেক্সিমকো লিমিটেডের লভ্যাংশ ১০ শতাংশের বেশি হলে যতটুকু বেশি হবে, তার ১০ শতাংশ সুকুকের লভ্যাংশে যোগ হবে।

সুকুক বন্ডের লেনদেন ১১০ টাকায় শুরু হলেও চার কর্মদিবসে তা সেখান থেকে কমে গেছে ১৮ টাকা ৫০ পয়সা। দ্বিতীয় দিনেই তা অভিহিত মূল্যের নিচে নেমে আসে। মঙ্গলবার তা দাঁড়িয়েছে ৯১ টাকা ৫০ পয়সা। সর্বনিম্ন নেমেছিল ৯১ টাকা।

গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরে বেক্সিমকো লিমিটেড লভ্যাংশ দিয়েছে ৩৫ শতাংশ। অর্থাৎ ১০ শতাংশের চেয়ে ২৫ শতাংশ বেশি। আগামী বছরও একই হারে লভ্যাংশ দিলে এই ২৫ শতাংশের ১০ শতাংশ হিসাবে আড়াই শতাংশ সুকুকের লভ্যাংশে যোগ হবে। তখন লভ্যাংশ হবে ১১ দশমিক ৫ শতাংশ।

এর পাশাপাশি বন্ডের ২০ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার করে নেয়া যাবে। কেউ চাইলে নগদে ফেরত পাবেন, কেউ চাইলে শেয়ার নিতে পারবেন। এ ক্ষেত্রে বেক্সিমকো লিমিটেডের একেকটি শেয়ার পাওয়া যাবে ২৫ শতাংশ কম টাকায়। অর্থাৎ এই শেয়ার বিক্রি করে তার প্রকৃত মুনাফা থাকবে ৩৩ শতাংশ।

সব মিলিয়ে বন্ডটি থেকে বছরে ১৬ থেকে ১৯ শতাংশ মুনাফা করা সম্ভব হতে পারে।

তবে বন্ডের লেনদেন ১১০ টাকায় শুরু হলেও চার কর্মদিবসে তা সেখান থেকে কমে গেছে ১৮ টাকা ৫০ পয়সা। দ্বিতীয় দিনেই তা অভিহিত মূল্যের নিচে নেমে আসে। মঙ্গলবার তা দাঁড়িয়েছে ৯১ টাকা ৫০ পয়সা। সর্বনিম্ন নেমেছিল ৯১ টাকা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ