ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৮ জানুয়ারি) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৪টির বা৪৮.৬৭ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে দেশ গার্মেন্টসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস সোমবার দেশ গার্মেন্টসের ক্লোজিং দর ছিল ১৭১ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৮৮ টাকা ১০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৭ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে দেশ গার্মেন্টসের ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ইন্সুরেন্সের ৯.৯১ শতাংশ, প্রাইম লাইফের ৯.৮৫ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৯.৬৬ শতাংশ, এসএস স্টিলের ৯.৬২ শতাংশ, ফারইস্ট লাইফের ৯.৪৭ শতাংশ, সমরিতা হসপিটালের ৯.৪০ শতাংশ, অগ্নি সিস্টেমের ৭.৮৬ শতাংশ, মেট্রোস্পিনিংয়ের ৭.৬৬ শতাংশ এবং ফার্মা এইডের ৭.৪৯ শতাংশ দর বেড়েছে।