মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। কোম্পানিগুলোর মোট ৪২ লাখ ৩৭ হাজার ২৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৮ কোটি ৯৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
আরডি ফুড ৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের ১ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, আল-হাজ্ব টেক্সটাইল,আমান ফিড, আনোয়ার গ্যালভানাইজিং, বিডি ফিন্যান্স, বেক্সিমেকো, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ডেসকো, এমারেল্ড অয়েল, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, ফু-ওয়াং ফুড,জিএসপি ফিন্যান্স, এইচ.আর টেক্সটাইল, কে অ্যান্ড কিউ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ম্যাকসন্স স্পিনিং, নিটল ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, আরডি ফুড, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, সোনারবাংলা ইন্স্যুরেন্স ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড।