ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে। আজ মঙ্গলবার ডিএসই কোম্পানিটিকে নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিবর্তে “ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি”নাম ব্যবহার করবে। আগামী ২০ জানুয়ারি থেকে কোম্পানিটি নতুন নামে লেনদেন করবে।
এছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।