ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৭ জানুয়ারি) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৪টির বা ৪০.৬৩ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে লাভেলো আইসক্রিমের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস রোববার লাভেলো আইসক্রিমের ক্লোজিং দর ছিল ৫০ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬৪ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৪০ পয়সা বা ৬.৯৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে লাভেলো আইসক্রিম ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আরএকে সিরামিকের ৬.৪০ শতাংশ, তিতাস গ্যাসের ৬.৩৭ শতাংশ, এএমসিএল প্রাণের ৬.১৪ শতাংশ, সিভিও পেট্রেকেমিক্যালের ৪.৯৫ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৪.৬১ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৪.৩৮ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৪.৩১ শতাংশ এবং সমতা লেদারের ৪.৩০ শতাংশ দর কমেছে।