শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের লাভেলো আইসক্রিম থেকে শেয়ার বিক্রি করে বেরিয়ে যাচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানা যায় ।
প্রাপ্ত তথ্য মতে , নভেম্বরের শেষ কার্যদিবস কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ ছিল ৪.৯৩ শতাংশ। কিন্তু ডিসেম্বরের শেষ কার্যদিবস প্রাতিষ্ঠানিকদের বিনিয়োগ ০.৩২ শতাংশ কমে ৪.৬১ শতাংশে নেমে এসেছে।
২০২১ সালের ১০ ফেব্রুয়ারি লেনদেন শুরুর সময় কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৪.১১ শতাংশ। আস্তে আস্তে কোম্পানিটি থেকে প্রাতিষ্ঠানিকরা তাদের বিনিয়োগ প্রত্যাহার করে নিচ্ছে। যার কারণে কিছুটা হতাশ প্রকাশ করেন সাধারণ বিনিয়োগকারীরা।
সবুজ আকন নামে এক বিনিয়োগকারী বলেন, কোনো কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ যত বেশি থাকে সাধারণ বিনিয়োগকারীদের ওই কোম্পানির প্রতি তত আস্থা থাকে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ প্রত্যাহার করে নেয়া হচ্ছে আস্থার জায়গায় হালকা হয়ে যাওয়া।
উল্লেখ্য, লাভেলো আইসক্রিমের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার গত বছরের ১০ ফেব্রুয়ারি ১৫ টাকা দিয়ে লেনদেন শুরু হয়। এরপর বিদায়ী বছরের ২৭ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার দর ৩৩.৪০ টাকায় দাঁড়ায়। অর্থাৎ ২২০ কার্যদিবসে কোম্পানির শেয়ার দর ২৩.৪০ টাকা বা ২৩৪ শতাংশ বেড়েছে। আর গত ৩০ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৩.৬০ টাকায়। যা ১২ জানুয়ারি ৪৯.৭০ টাকায় দাঁড়ায়। অর্থাৎ এই ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৬.১০ টাকা বা ৪৮ শতাংশ বেড়েছে।
১০০ কোটি টাকার অনুমোদিত মূলধনের লাভেলো আইসক্রিমের পরিশোধিত মূলধন ৮৫ কোটি টাকা। কোম্পানিটিতে ৮ কোটি ৫০ লাখ শেয়ার রয়েছে। এর মধ্যে ৩১ ডিসেম্বর পর্যন্ত উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫৮.২৪ শতাংশ, প্রাতিষ্ঠানিকদের কাছে ৪.৬১ শতাংশ আর সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৭.৫ শতাংশ শেয়ার রয়েছে।