ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৩৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৭ লাখ ৮৬ হাজার ৮০৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯ কোটি ৫০ লাখ টাকা।
ডিএসই থেকে এ তথ্য জানা যায় ।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
আল-হাজ্ব টেক্সটাইল ৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা দ্য পেনিনসুলা চিটাগং ১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্নি সিস্টেমস, আলিফ ইন্ডাস্ট্রিজ, আমান ফিড, আনোয়ার গ্যালভানাইজিং, বিকন ফার্মা, বেক্সিমকো, বসুন্ধরা পেপার মিল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, জিবিবি পাওয়ার, গ্লোবাল ইন্স্যুরেন্স, জিএসপি ফিন্যান্স, যমুনা ব্যাংক, লংকাবাংলা ফিন্যান্স, লাভেলো আইসক্রিম, ম্যাকসন্স স্পিনিং, মোজাফফর হোসেন স্পিনিং, ওয়ান ব্যাংক, ওরিয়ন ফার্মা, দ্য পেনিনসুলা, ফনিক্স ফিন্যান্স, পাওয়ার গ্রীড, প্যারামাউন্ট টেক্সটাইল, আরএকে সিরামিকস, রূপালী ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, স্যালভো কেমিক্যাল, শমরিতা হসপিটাল, শাহজালাল ইসলামী ব্যাংক, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, সোস্যাল ইসলামী ব্যাংক ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।