ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ তালিকা দখল করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৯০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই থেকে এ তথ্য জানা যায় ।
প্রাপ্ত তথ্য মতে , কোম্পানিটি ৬৭০ বারে ৭ লাখ ৬৯ হাজার ৪০২টি শেয়ার লেনদেন করে।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ৭ টাকা ৫০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়
তালিকার তৃতীয় স্থানে রয়েছে রংপুর ফাউন্ডারি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১৬ টাকা বা ৯.৯৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৭৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, বসুন্ধরা পেপার মিল, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন হাউজিং, একমি পেস্টিসাইডস ও পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড।