পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারন সভা (এজিএম) আজ বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১ সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অজিত কুমার পাল এফসিএ।
বার্ষিক সাধারন সভায় শেয়ারহোল্ডারা ৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেন।
সভায় কোম্পানির চেয়ারম্যান বলেন , বিগত বছরের কিছু আর্থিক অনিয়মের কারণে বিএসইসি বিনিয়োগকারী, স্টেকহোল্ডার ও পুঁজিবাজারের স্বার্থে পরিচালক পর্ষদ সভায় নতুন পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করেছেন। পরিচালনা পর্ষদ সুশাসন প্রতিষ্ঠা ও কর্পোরেট গভরনেন্স কোড ২০১৮ মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করছে। এছাড়াও বোর্ড আরও কিছু সিদ্ধান্ত নিয়েছে যাতে আগামীতে ব্যবসা বৃদ্ধি এবং শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদান করা যায়।
সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আরিফ আহমেদ চৌধুরি, আফসানা তারান্নুম, পরিচালক; লুবাবা তাবাচ্ছুম, পরিচালক; মোহাম্মদ সানাউল্লাহ এফআইপিএম এফসিএস, স্বতন্ত্র পরিচালক, প্রফেসর ড. নিজামুল হক ভূঁইয়া, স্বতন্ত্র পরিচালক; ব্রিগেডিয়ার জেনারেল ইসরাত হোসেন, এনডিসি, পিএসসি (এলপিআর) স্বতন্ত্র পরিচালক; মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরি, এফসিএ, স্বতন্ত্র পরিচালক এবং মহেন্দ্র নাথ মণ্ডল, প্রধান অর্থনৈতিক কর্মকর্তা।
সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মো. শারিফ আল মাহমুদ।