1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন

লেনদেন ও দরবৃদ্ধিতে উত্থান পুঁজিবাজারে

  • আপডেট সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

সপ্তাহের প্রথম কার্যদিবস পতনের পর ধারাবাহিকভাবে দুই দিন উত্থান দেখা গেল পুঁজিবাজারে। বেশিরভাগ খাতে টাকার অঙ্কে লেনদেন ও শেয়ারের মূল্য বৃদ্ধিতে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে এক শতাংশের বেশি। তবে লেনদেন কিছুটা বাড়লেও তা এক হাজার কোটি টাকা ছাড়ায়নি।

পুঁজিবাজার নিয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক থেকে সুনির্দিষ্ট ঘোষণা না আসার পর টানা দরপতনের মধ্যে প্রথমবারের মতো পরপর দুই দিন বাড়ল সূচক। সংশ্লিষ্টদের ভাষ্যমতে, বছর শেষ হতে বাকি আর তিন কর্মদিবস। এ অবস্থায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নতুন করে শেয়ার কেনা শুরু করেনি। বড় বিনিয়োগকারীরাও হাত গুটিয়ে বসে আছে। ফলে বিনিয়োগ না বাড়ায় পতনের বৃত্তে রয়েছে দেশের পুঁজিবাজার।

গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে ২৮৬টির, কমেছে ৬৯টির ও অপরিবর্তিত ছিল ২৩টির। সিংহভাগ কোম্পানির দরবৃদ্ধির দিনে লেনদেন আগের দিনের তুলনায় প্রায় ১৫০ কোটি টাকা বেড়েছে। সোমবার হাতবদল হয়েছিল ৭৪৫ কোটি ১০ লাখ ১৮ হাজার টাকার শেয়ার। সেটি বেড়ে হয়েছে ৮৭২ কোটি ৩৯ লাখ ১১ হাজার টাকা।

সবচেয়ে ভালো দিন গেছে বস্ত্র খাতে। টানা সংশোধনের মধ্যে হাতে গোনা দু-একটি ছাড়া বাকিগুলোর দাম বেড়েছে। ভালো দিন গেছে ব্যাংক, আর্থিক, বিমা, প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি ও ওষুধ এবং রসায়ন খাতেও।

গতকালের লেনদেনে সেরা বিমা খাত। এর পরের অবস্থান যথাক্রমে বিবিধ, ব্যাংক, ওষুধ ও রসায়ন এবং বস্ত্র। ১৫৩ কোটি ৩০ লাখ টাকা লেনদেনের মাধ্যমে এ খাতের অবদান দাঁড়ায় ১৯ দশমিক ৩৮ শতাংশ। আগের কার্যদিবসে এটি ছিল ১৪ দশমিক ২৩ শতাংশ। গতকাল এ খাতের ২৭ কোম্পানির শেয়ারদর বেড়েছে। বিপরীতে শেয়ারদর হ্রাস পেয়েছে ১০টির ও দর ধরে রাখতে পেরেছে মাত্র দুটি কোম্পানি।

আগের কার্যদিবসের চেয়ে লেনদেন বাড়লেও শীর্ষস্থান হারিয়ে দ্বিতীয় অবস্থানে চলে যায় বিবিধ খাত। গতকাল এ খাতের অবদান দাঁড়ায় ১৭ দশমিক ৩৩ শতাংশ। আগের কার্যদিবসে এটি ছিল ১৬ দশমিক ৩৮ শতাংশ। মঙ্গলবার এ খাতের ৯টি কোম্পানির শেয়ারদর বাড়ার বিপরীতে কমেছে চারটির ।

আগের দিনের চেয়ে লেনদেন বেড়ে তৃতীয় অবস্থানে থাকা ব্যাংক খাতের অবদান দাঁড়ায় ১১ দশমিক শূন্য ৯ শতাংশ। আগের কার্যদিবসে এটি ছিল ৯ দশমিক ২৯ শতাংশ। গতকাল এ খাতের ২৮ প্রতিষ্ঠানের শেয়ারদর বাড়তে দেখা গেছে। বিপরীতে শেয়ারদর হ্রাস পেয়েছে তিনটির এবং দর ধরে রাখতে পেরেছে একটি প্রতিষ্ঠান।

চতুর্থ অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতের লেনদেন গতকাল কমতে দেখা গেছে। গতকাল ৯ দশমিক ৪২ শতাংশ অবদান রাখা খাতটি আগের কার্যদিবসে ১১ দশমিক ১১ শতাংশ অবদান রেখেছিল। মঙ্গলবার এ খাতের ১৯টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। বিপরীতে শেয়ারদর কমেছে ১১টির এবং অপরিবর্তিত ছিল মাত্র একটি কোম্পানির।

সর্বোচ্চ ৫৪ কোম্পানির শেয়ারদর বাড়ার দিনে বস্ত্র খাতের লেনদেন বাড়তে দেখা গেছে। পঞ্চম অবস্থানে খাতটি সোমবার পাঁচ দশমিক শূন্য তিন শতাংশ অবদান রাখলেও গতকাল সেটি বেড়ে দাঁড়িয়েছে আট দশমিক ৩৭ শতাংশে। গতকাল এ খাতের তিনটি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং দুটির অপরিবর্তিত থাকতে দেখা গেছে। এছাড়া কাগজ ও মুদ্রণ, জ্বালানি, আর্থিক প্রতিষ্ঠান ও প্রকৌশল খাতগুলো লেনদেনে এগিয়ে ছিল।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেন শুরু হওয়ার পর শেষ পর্যন্ত সূচক ক্রমেই যেভাবে পড়েছিল, তার বিপরীত চিত্র দেখা গেল দুই দিন পর। মঙ্গলবার লেনদেন শুরুই হয় ২৭ পয়েন্ট বেড়ে। দিন শেষে ৭৩ পয়েন্ট বেড়ে প্রধান সূচক ডিএসইএক্স অবস্থান করে ছয় হাজার ৭৪২ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৩১ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে দুই হাজার ৫২৩ পয়েন্টে স্থির হয়।

গতকাল সূচক বৃদ্ধিতে সূচক সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। শেয়ারদর দুই দশমিক ১৫ শতাংশ বৃদ্ধির কারণে কোম্পানিটি সূচকে যোগ করেছে ১০ দশমিক ২২ পয়েন্ট। দ্বিতীয় সর্বোচ্চ সাত দশমিক শূন্য ছয় পয়েন্ট বাড়িয়েছে ওয়ালটন। এছাড়া লাফার্জহোলসিম, রবি, পাওয়ারগ্রিড, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, আইএফআইসি ব্যাংক, বিএসআরএম স্টিল ও বাংলাদেশ শিপিং করপোরেশন সূচক বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এ ১০টি কোম্পানির কারণেই সূচকে যোগ হয়েছে ৩১ দশমিক শূন্য পাঁচ পয়েন্ট।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ