বুধবার (২২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৪টির বা ১৮.৮২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৭.২০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ৪০.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.১০ টাকা বা ৮.৩৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে পাইওনিয়ার ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম টেক্সটাইলের ৫.৬৬ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেসের ৫.৪৯ শতাংশ, এডিএন টেলিকমের ৩.৯৬ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ৩.৪৪ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৩.০৫ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ২.৬৭ শতাংশ, আমরা নেটের ২.৬৩ শতাংশ, লিনডে বিডির ২ শতাংশ এবং কেডিএস এক্সেসরিজের শেয়ার দর ২ শতাংশ বেড়েছে।