পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফাইন ফুডস লিমিটেডের এক পরিচালক পৌনে চার লাখ শেয়ার কেনার সিদ্ধান্ত জানিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটির পরিচালক নজরুল ইসলাম কোম্পানিটির তিন লাখ ৭৭ হাজার ২৩৩টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই পরিচালক ঘোষণাকৃত শেয়ার ক্রয় সম্পন্ন করবেন।