1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন

চারদিন পর পুঁজিবাজারের উত্থান

  • আপডেট সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

টানা চার কার্যদিবস পতনের পর অবশেষে উত্থান দেখলো দেশের পুঁজিবাজার। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে সব সূচকের উত্থানে দেশের প্রধান পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। তবে আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেন কমেছে। চার কর্মদিবস পর পুঁজিবাজারকে উত্থানে ফেরানোর ভূমিকায় ছিল তিন কোম্পানি।

সোমবার (২৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। বেলা ১১ টার দিকে এক ঘণ্টার মধ্যেই প্রধান সূচক বাড়ে ৬৫ পয়েন্ট। এরপর সূচকটি আবার কমতে থাকে। তবে শেষ পর্যন্ত উত্থানেই শেষ হয়েছে লেনদেন।

গত চারদিনের টানা পতনে ১২৮ পয়েন্ট হারানো ডিএসইর প্রধান সূচক আগের কর্মদিবসের (রোববার) তুলনায় ৩৯ পয়েন্ট বেড়েছে। ফলে ‘ডিএসই এক্স’ বর্তমানে অবস্থান করছে ৬ হাজার ৬৬৯ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে সোমবার ডিএসইর অপর দুই সূচকেরও উত্থান হয়েছে। বাছাই করা কোম্পানিগুলো নিয়ে গঠিত ‘ডিএসই ৩০’ সূচকটি আজ ১৬ পয়েন্ট বেড়েছে। আর শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই এস’ বেড়েছে আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট।

সব সূচকের উত্থানের দিনে চাঙাভাব ফেরেনি লেনদেনে। আগের কার্যদিবসের তুলনায় আজ প্রায় দেড়শ’ কোটি টাকার লেনদেন কমেছে ডিএসইতে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৪৫ কোটি ১০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৮৮৫ কোটি ৬১ কোটি টাকা।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৭৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে ১৯৬টির, কমেছে ১৪২টির। বাকি ৪০টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

ব্যাংক খাতে আমানত কমেছে

  • ১৭ অক্টোবর ২০২৪