সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৬ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৭টির বা ১২.৪৩ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। ডিএসই থেকে এ তথ্য জানা যায় ।
আগের কার্যদিবস বৃহস্পতিবার বাংলাদেশ শিপিং কর্পোরেশনেরক্লোজিং দর ছিল ৪৯ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫৫ টাকা ৫০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ১০ পয়সা বা ১২.৩৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৬.৮৬ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটারের ৫.৪০ শতাংশ, এটলাস বাংলাদেশের ৪.৭৪ শতাংশ, এশিয়া ইন্সুরেন্সের ৪.৩১ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৩.৭৫ শতাংশ, রেকিট বেনকিজারের ৩.৭৫ শতাংশ, ইউনাইটেড ইন্সুরেন্সের ৩.০৩ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্সের ২.৮৬ শতাংশ, বিডি ফাইন্যান্সের ২.২৪ শতাংশ দর বেড়েছে।