আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পতনে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। এ মন্দা বাজারেও শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেড। ডিএসই থেকে এ তথ্য জানা যায় ।
কোম্পানিটির আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৪৫৩.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫৪৪৯.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৬৫৭.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২০৪.৫০ টাকা বা ৩.৭৫ শতাংশ বেড়েছে।