পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এডভেন্ট ফার্মা লিমিটেডের তিন কর্পোরেট পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই থেকে এ তথ্য জানা যায় ।
প্রাপ্ত তথ্য মতে , কর্পোরেট পরিচালক ফার্মার্স হোপস লিমিটেড ২ লাখ, ব্লু এগ্রো টাচ ১ লাখ ৪০ হাজার ও হরিপুর ফিড লিমিডেট ২ লাখ শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার পাবলিক মার্কেট থেকে ক্রয় সম্পন্ন করবেন এই তিন কর্পোরেট পরিচালক।